নাগ-পল্লীর নাগিনী-ছোবল
পাও নিতো প্রিয়,
বোঝ নি তাইতো বিষের যা জ্বালা
আজ বুঝে নিও!০১
হতাশা-দহন বোঝে বঞ্চিতে
জনম জনম,
ব্রতচারী নারী বোঝে তা জীবনে
কম কি বিষম!০২
সমাজ-পতিতা বোঝে প্রাণ দিয়ে
জীবনের মানে,
বুভুক্ষু বোঝে ক্ষুধার যাতনা
মরণের টানে!০৩
পূবে ওঠে রবি, পশ্চিমে ডোবে
বয়ে চলে বায়ূ,
বোঝে না মানুষ জীবন অধীন
টলমল আয়ূ!০৪
বিবেক বিহীন কেন এ মানুষ
থাকে সৃষ্টিতে?
হে পরম প্রভূ তুমি জ্ঞান দাও
শুভ দৃষ্টিতে!০৫