ধ্রুবতারা-জীবনের আলোয় ঘোচে কালো অন্ধকার-
ডোবা-নালায় আলেয়া জ্বলে যায় অপ্রতিদ্বন্দ্বী,
দক্ষতার চেতনা ছড়ায় বর্ষীয়সী অচল গৃহিনী-
সবচেয়ে বিক্ষত ফুলটিই সবচেয়ে সুগন্ধী!০১
কবিচিত্তের রক্তক্ষরণে গীত সুর-
বেদনার মাধুর্যে শ্রোতার চিত্ত মাতায় যেন আনন্দী,
অসত্য ও অসুন্দর নির্মূলে আত্মদান করে ব্রতচারিণী-
সবচেয়ে বিক্ষত ফুলটিই সবচেয়ে সুগন্ধী!০২
জীবনের বিনিময়ে ধূপ গন্ধ বিলিয়ে যায়-
স্বদেশের মুক্তি ও আনন্দে সংশপ্তক থাকে কারাবন্দি,
ফুলগুলোর আত্মদানে মিলন মালায় হাসে নন্দিনী-
সবচেয়ে বিক্ষত ফুলটিই সবচেয়ে সুগন্ধী!০৩
যাত্রা-নাটকের সমস্ত কমেডিয়ান-
দর্শক-শ্রোতার মুগ্ধতায় নিজের সাথে করে সন্ধি,
অভিয়ের আড়ালে তার ব্যক্তিসত্বা সাজে আত্মঘাতী-
সবচেয়ে বিক্ষত ফুলটিই সবচেয়ে সুগন্ধী!০৪
ক্রম ক্ষয়িষ্ণু বিজ্ঞানী গবেষক দার্শনিক-
সভ্যতার কল্যাণে আত্মপ্রবঞ্চনায় করে ফন্দি,
স্বাধীনতার জন্যে বীরাঙ্গনার অঙ্গে শোভে কলঙ্ক কালি-
সবচেয়ে বিক্ষত ফুলটিই সবচেয়ে সুগন্ধী!০৫