সকাল বেলায় তোমায় দেখেছি
ফুলে ফুলে হাসি,
সাঁঝের বেলার সুদূর কাকলী
ঢালে ব্যথা রাশি!০১
দুপুরের রোদে ঝরে যায় কলি
কত অভিমান,
পতিত তারকা দিশেহারা গায়
বেদনার গান!০২
ওপারে কলসী কাঁখে ঘাটে চলে
হাসি মুখে ফুলি,
এপারে বিধবা মোছে আঁখিজল
বিধুর গোধুলী!০৩
দ্বিতলের ছাদে ছেলেটি উড়ায়
রঙিন ঘুড়ি,
নীচেই আছে উদোম পথকলি
ক্ষুধার্ত বুড়ী!০৪
ওবাড়ীতে সখী মিলেছে বাসরে
কত সুখ মনে,
এ বাড়ী অপয়া তারই সজনী
ভাসছে রোদনে!০৫