নবারুন রাগে বাংলা ভূ-ভাগে
এসো কবি মহাপ্রাণ,
কাঁদি দুঃখ ভারী এসো তাড়াতাড়ি
গাও আনন্দ গান!০১
অকাম্য হামলা চায় না বাংলা
(চায়) মানবিক জাগরন,
বিধবার বাসর সাজাও সুন্দর
(রুখো) হায়েনা আক্রমন!০২
সমাজের ছিদ্রে ক্ষুধা ও দারিদ্রে
(আনো) জাগানী বিপ্লব,
বঞ্চিত ও পরাধীন বাঁচুক শংকাহীন
(আনুক) বর্ণালী বাস্তব!০৩
ঘৃণ্য সন্ত্রাস রুখো বজ্রবাণীতে লিখো
(গড়ো) বাঙ্গালী সংস্কৃতি,
আনো স্থিতিশীল সভ্যতা অনাবিল
হোক সামাজিক সম্প্রীতি!০৪
বাংলার জনপদ চিনেছে সম্পদ
(তাই) তোমাদের পাশে চায়,
এসো সমুন্নত বাংলায় স্বাগত
দিগন্ত ডাকে ইশারায়!০৫
এসো দুই দিকপাল আমি বড় কাঙাল
লিখি তবু কবি নই,
দুঃখের রাত্রিদিন কাটেও সঙ্গীহীন
পথে বসে চেয়ে রই!০৬