হে অসীম করুণাময় পরমপ্রভু‚
আমি মহাপাপীষ্ঠ, অপরাধী তবু
তোমার শক্তিতে স্পন্দিত করো দেহপ্রাণ,
মসজিদ-মন্দিরে তুমি
গীর্জা-প্যাগোডারও স্বামী
বিনম্র-শিরে এমনি করি আহবান!০১
অনন্ত তোমার এ সৃষ্টিতে
সৃষ্টি-উন্মুখ প্রসন্ন বৃষ্টিতে
জনপদে জাগাও ভ্রান্ত মানুষের মন,
বিনম্র কুমারী বসুন্ধরা
সেখানে মনুষ্যত্বহীনে ভরা
তাই মহিমায় অন্তরে জাগাও স্পন্দন!০২
মানুষ তোমার শ্রেষ্ঠজীব
কেন পাশবিক ও নির্জীব-
কেনই বা ফুলবনে আক্রমন করে হায়েনা?
কেন পশু-পাখীর চিৎকার-
বহায় বেদনার পারাবার-
কেন তার কর্মকান্ডে মনুষ্যত্ব ফোটে না??০৩
দিনে দিনে জানি মৃত্যু ঘনাবে
মানবিক বিকাশ হয় কি এ ভাবে-
কতদিন আর রক্ত ঝরাবে মানব-হৃদয়?
কতদিন মানুষের পৃথিবী-
হারাবে বিবেকের বিনীত দাবী-
কবে আর সুকুমার বৃত্তি জাগবে দুর্জয়??০৪