বেদনার কবি বেদনায় গাই
বেদনা-সাগর বেলায়,
বেদনাতেই আমি বেঁধেছি ঘর
বেদনার মিলন মেলায়!০১
বেদনায় কেঁদেছি মা’য়ের গর্ভে
বেদনাতেই বিশ্বে এসেছি
বেদনায় খেলেছি বেদনার খেলা
বেদনাতেই বেদনা খুঁজেছি,
বেদনা আমার জীবন-মরণ
বেদনাবিদ্ধই ভাসি বিরহ-বেদনায়!০২
বেদনা-বিলাসী বেদনার বাঁশী
বেদনার বাণী গায় বেদনার বোলে
বেদনায় বাঁধা বালবিধবার বেণী
বেদনার বাতাসে বৃথাই বেদনা তোলে,
বেদনায় উছলে আমার বেদনা সিন্ধু
বিদায়ী বেদনাই নেবে বেদনার মোহনায়!০৩