ভোগবাদী সভ্যতায় ব্যবহৃত হয়
সঙ্গম-টেবিল
মেয়েরা কন্ঠনীল
আজ ভোগ্য সামগ্রীর বেশি কিছু নয়!
গ্রীন হাউসে চরা দামে বিক্রি হয়
নারী-দেহের মাংস
বিকোয় তার সব অংশ
তারা এমনি প্রতিদিনই হচ্ছে ক্রয়-বিক্রয়!
ধর্ষিতা শিশুটির চিৎকার ঢেকে দেয়
পিশাচের হাসি
এসিড-দগ্ধা খুশি
অপরাধীরই পা ধরে ক্ষমা চেয়ে নেয়!
এমনিতো বেঁচে আছে বধূ ভগ্নী জননী,
পুরুষের এ সমাজে
দলিতা নানাভাবে, নানা কাজে
কোথায় শেষ এর, -জানে না তো কল্যাণী!