মৃত্যুর ঘরে বাস করি প্রতিক্ষণ
সুখ ধরা দেয় না ঠিকই-
কিন্তু সতত চলে দুঃখস্নাত রসায়ন
দুর্বার দংশণ তাই তো বিনিদ্র সই!০১
মানুষ খুঁজেছি সমস্ত জীবনে
বেশীই পেয়েছি কপট ও ধান্দাবাজ,
মানুষ নামের অমানুষ চলে ক্ষিপ্র মনে
নদী ভাঙ্গনে ছন্দছাড়া তাই মানব-সমাজ!০২
পাশবিক মানুষ দু’চোখে দেখে
নিভৃত মনে বিক্ষত ওঠে আর্ত চিৎকার,
কি করে দুরে থাকি সে কলংক থেকে-
জোনাকী ঢাকে কি কখনো রাতের আঁধার?০৩
কত আর কাঁদবে বিবেকবান-
কত আর আলো ঢালবে কবিশিখা?
কত আর মহত্ব কাঁদবেই আন্দামান-
আলো কত আর ঢেকে রাখবে রক্তিম মরীচিকা??০৪
মৃত্যুর দংশনে সুখ হাসে না-
সেখানে শান্তি বর্ষে না কোনদিন,
আত্মকল্যাণে আজো মানুষ হাঁটে না
জড় বিজ্ঞানে তারা আত্মজ পরাধীন!০৫