আজকের জীবন মানে বহুব্যয়ে ফ্যাশনেবল বাড়ী-
দুস্প্রাপ্য নিউ মডেলের গাড়ী,
আজকের জীবন মানে সুখের জন্য মহাশুন্যে দুর্গ নির্মাণ-
পৃথিবী ঘুরে হৃদয় খুঁড়ে আবিস্কৃত অনিন্দ্য নারী!
আজকের জীবন মানে রক্তের গালিচায় সবুজচিহ্ন-
বিগত যৌবনার অঙ্গে বিমুদ্ধ লাবন্য,
আজকের জীবন মানে দাবদাহে প্রিয়তার বর্ষার গান-
বিষের বাঁশিতে আনন্দ হাসিতে ফোটা কাব্যসুধা অনন্য!
আজকের জীবন মানে বাবলা ফুলে গোলাপের কান্তি-
চৌচির মাঠে ফসলের প্রাচুর্য-শান্তি,
আজকের জীবন মানে তিক্ত বৈধব্যে মিলনের সুরভিতান-
জোছনার জলে মর্মতলে ধোয়া যুগের বিভ্রান্তি!
আজকের জীবন মানে অনিবার মৃত্যকে দুর্বার জয়-
বিশ্বপ্লাবী ঝর্ণায় হারানো কালের অবক্ষয়,
আজকের জীবন মানে বার্ধক্য জ্বালায় তারুণ্য অফুরান-
মৃতুবৎসার শোকার্ত কোলে শাশ্বত উল্লাস জ্যোতির্ময়!
আজকের জীবন মানে নিত্য নবীন সেজে দাম্পত্য মিলন
বন্ধ্যা জরায়ূতে প্রজন্ম প্রজনন,
আজকের জীবন মানে পুকুরে মহামূল্যের মুক্তা সন্ধ্যান-
পল্লীবালার শালুক উৎফুল্ল উন্মুখ নবান্নগন্ধে বিতরন!