জন্মদিনে জাগছে কেন এ মৃত্যুভয়-
তবে কি জন্মদিনই হবে মৃত্যুদিন?
দিনালোক মোছে ঐ অন্ধকার দুর্জয়
মনের গহীনে চলে যুদ্ধ শ্রান্তিহীন!০১
রাতের পাখীর কন্ঠে ব্যাকুল সঙ্গীত-
ঝরাফুলে এসে বিমলিন ধাক্কা খায়,
সবুজ বনানী দেয় সৃষ্টির ইঙ্গিত
উর্মিল স্রোতে তখন বর্জ্য ভেসে যায়!০২
শুনেছি বাতাসে বেড়ায় প্রেমের বাণী
হৃদয়ে দেয় তা নীরবে গর্বিত দোলা,
এতকাল তা করেছি শুধু অসম্মাণী
কারণ বুঝিনি তা অবুঝ আত্মভোলা!০৩
পথের কাঁটায় বিপন্ন খুঁজি তা আমি
বিমুগ্ধ আসে বিশুদ্ধ মলয় বাতাস,
অন্তরে জাগ্রত বুঝি প্রভূ অন্তর্যামী
তাকেই চাই যে আমি আজ উর্ধশ্বাস!০৪
সত্তর বসন্ত পেরিয়ে গেছে জীবনে
এ প্রাণ স্পন্দণ প্রভূ তোমারই দান,
রাত কেটে যায় আনন্দ ও জাগরনে
তুমিই জীবনে সত্য হে চির মহান।০৫