কথার ফাঁকে প্রবীর দাকে
বল্লে ডেকে সতীশ,
স্কুলে স্কুলে এবার থেকে
পড়া হবে জ্যোতিষ।
জ্যোতিষ শাস্ত্রের নেই তুলনা
বলছে ঞ্জানী গুনী,
ক্ষতির চেয়ে বাড়বে দেশের
লাভের বোঝা খানি।
অনেক টাকা যাছে চলে
প্রতিরক্ষা ব্যয়ে,
দেশ রক্ষা করবে জ্যোতিষ
তাবিজ কবজ দিয়ে।
ভোটের নামে হবে না আর
বিপুল অপচয়,
জ্যোতিষীর দেবে বলে
জয় না পরাজয়।
রোগ সারাবে গুনিন ওঝা
ডাক্তার কে বাদ দিয়ে,
পঙ্গু রোগী উঠবে বসে
মেটাল ট্যাবলেট নিয়ে।
থাকবে না আর কারো মনে
অভাব কষ্ট জ্বালা,
জ্যোতিষীরাই সব সরাবে
পরিয়ে নীলা-পালা।
অবাক হয়ে বল্লে প্রবির
কেমন করে হবে।
রকেট ছেরে গাধায় চেপে
মানুষ চাঁদে যাবে?
জ্যোতির এবং জ্যোতিষ শাস্ত্র
নয়যে মোটে এক,
ভাল কারে জানবি যদি
ভূগোল খুলে দেখ।