পথের কাঁকর তুমি        বড় গুনবান,
তবদানে বৃদ্ধি পায়        চাল আর ধান।

কৃপনেরে কর কৃপা        ধনীর রাখ মান,
পথে পড়ে থাক যবে      থাকে ণা কোণ দাম,

শ্রমিকের কাঁধে চেপে      রাইস মিলে যাও,
চালের বস্তা চড়ে তুমি     দেশ বিদেশে ধাও।

তব কল্যানে রেশন ডিলার  বাড়াও ধনমান,
ভোক্তার গর্ভে প্রবেশ করে   হর তার প্রান।।

জয় জয় কাঁকর ভাই      ধন্য তব কাজ,
তব গুন গান শুনে       পূণ্য মোরা আজ।