সজীব কাব্যিকতায় তুমি
ছন্দের মাদোলতায় তুমি
ক্লান্তিতে অনুপ্রেরণা তুমি
কল্প লোকের শিল্পী তুমি ।
অন্ধকারে চাঁদের আলো তুমি
পথ হারা পথিকের দিশা তুমি
সহায় সম্বলহীনের আশা তুমি
অনাবিল প্রেমের ভালোবাসা তুমি ।
অনাদরের আদর তুমি
সঙ্গীহীনের সঙ্গী তুমি ।
ক্যানভাসের ভাবার্থ তুমি
শিলালিপির চিত্র তুমি ।
তুমি ছাড়া নেই কোন ভূমি
তুমি ছাড়া নেই আবাদি জমি
তুমি বিহনে সময় হয় মন্থর
তুমি বিহনে পোড়ে যায় অন্তর ।
১১/১২/২০১৬ ইংরেজি, রাজশাহী,
রাতঃ ২টা ২ মিনিট ।