কিচিরমিচির ডাকে পাখি
ভোর হয়েছে খোল আঁখি
পশু পাল যায় মাঠে
মনোযোগ দাও পাঠে।

শিক্ষা জীবনের আলো
সত্যের কিরণ জ্বালো।
সুষম খাবার দেহে আনে বল
নিয়মিত আহারে সুস্থ সবল।

স্কুল শেষে মাঠে কর খেলা
সুন্দর কাটবে বিকেল বেলা।
আনন্দে ফিরবে আপন ঘরে
ধর্মীয় শিক্ষা নিবে পরিবারে।

ধর্মীয়, পারিবারিক প্রথাগত শিক্ষা
নৈতিক কর্ম গুণে পাবে স্বর্গীয় দীক্ষা।
খাতা কলম পেন্সিলে গ্রামীণ জনপদ
দেশ মাতৃকার শেকড় আত্মীক সম্পদ।


রচনা কাল: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং, হইতে ২ মার্চ ২০২৪ ইংরেজি।