তোমার শূন্যতায় অন্তরীণ
পলক পড়ে না তুমি বীণ,  
ক্ষণিকের মায়ায় জড়ালে
লুকায়িত অজানার আড়ালে ।

জীবন ছন্দের মাঝে ছড়ালে দ্বন্দ্ব  
মোহের আবহে সব হয়েছে মন্দ ।
বিরহের জ্বালায় পোড়ালে মণ  
ভাবনায় হৃদয়ে অথৈ আলোড়ন ।

অরণ্যের অন্ধকারে  আলোর দিশা
শূন্যতায় অন্তর কাঁদে অমানিশা ।  
আপন বোধের মাঝে বইছে ঝড়
পদ্মার স্রোতে ভাঙ্গনের খেলাঘর ।



সকাল ৯টা ১৬ মিনিট ।
১৭/১১/২০১৮ ইং, শনিবার, কল্যাণপুর, ঢাকা ।