অদৃশ্য অলীক আবর্তনে অস্তিত্ব
আবেগের আবেশে অস্পষ্ট অবয়ব ।
নিয়তি নিয়েছে নবীন নাব্যতা
স্বেচ্ছায় সঁপেছি সাধের স্বাধীনতা ।
কোকিল কণ্ঠের কামুক কথায়
মজেছে মন মোহের মায়ায় ।
দৃশ্যত দণ্ডায়মান দ্বীপ্ত দিশা
অনলে অর্পিত আলোক আশা ।
ক্ষয়িত ক্ষনের খানিক খতিয়ান
পৌনঃপুনিক পশ্চাদপসরণ প্রতীয়মান ।
পিপাসায় প্রাণের প্রশান্তি পানিতে
ভ্রমরের ভোগান্তি ভবে ভালোবাসাতে ।
০৫/১০/২০১৬ ইংরেজি ।