আকাশের তারা হাসে তোমার পানে চেয়ে
ভালোবাসার স্বরলিপি মম পানে আসছে ধেয়ে ।
গাইতে হবে বুঝি এবার... অমর প্রেমের গান
না হলে, যাবে যে হায় প্রমিকের মান ।
ক্ষণে ক্ষণে হানা দিচ্ছ মণিকোঠায়
কাজের মাঝে মন বসানো হয়েছে এখন দায় ।
বৈশাখী ঝড়ে এসেছ কাছে
অন্তরে জাগা প্রেম নয়তো মিছে ।
ঐ দূর আকাশে নীলের সমীরণ
দু জনের জীবনে এনেছে নব জাগরণ ।
রূপে তোমার যৌবনের ঝলক
তোমায় দেখে পড়ে না চোখের পলক ।
রেশমী চুলে খোপায় বেণী
মন শুধু চায়... তোমার কথা শুনি ।
মনের মত নরম তোমার সারা অঙ্গ
একটু না হয় দিলে ধরা করে নিয়ম ভঙ্গ ।
ভাবনার আকাশে তোমার অবাধ বিচরণ
স্পর্শে তোমার জাগে শিহরণ ।
গোলাপী ঠোঁটের মিষ্টি হাসি
চুম্বক আকর্ষণে ছুটে আসি ।
শূন্য উদ্যানে সাজাব সুখের বাসর
ভালোবাসার খুনশুটিতে জমে উঠবে আড্ডার আসর ।
তোমায় নিয়ে ভাসাব প্রেমের তরি
তিলে তিলে উঠবে জীবন ভালোবাসায় ভরি ।
রচনা কাল,
দুপুর ২:৩০ মিনিট ২০/০৫/২০১৪ ইংরেজী হতে ২১/০৫/২০১৪ ইংরেজী সকাল ১:৪০ মিনিট ।