জানি তুমি বাইবে উজানের নাও
মানবে না এ যে ভাটির দ্বীর্ঘশ্বাস,  
আধুনিক বিজ্ঞান ঐ ক্ষমতার কাছে নস্যি
দেখ চারিদিকে কেমন থমথমে পরিবেশ ।

আমেরিকা, অস্ট্রেলিয়া, ইতালি, চায়নার  
রাস্তাঘাট ফাঁকা, মৃত্যুপুরী পরিণত হয়েছে
ক্ষমতাধর রাষ্ট্রনায়ক আকাশের দিকে তাকিয়ে
তাদের ক্ষমতা শেষ, এবার তো ভাব পথিক !

করছটা কি ? কেন করছ ? কৃত কর্মের লাগাম ধর
নিরীহের উপর অত্যাচার দয়া করে ছাড় ।
অমন টাকার লোভ জানি সামলানো দায়
লোক দেখানো ইবাদত করিও না হায় ।

মনকে করে শান্ত হও প্রাণবন্ত
বিধাতার বিধান মান মঙ্গলের ত্বরে
সুদ ঘুসের সখ্যতা অন্তর দিয়ে রুখ  
ইবাদতে নিজেকে মগ্ন রাখ ।

অন্তরে বহিবে শীতল প্রবাহ  
শান্তি বিরাজ করবে তোমার আবহে ।
পন কর, ঐ পথে যেন গা না ভাসে,
সাজিবে কানন তবে সুখের উল্লাসে ।



সময় সকাল ৭টা ৫২ মিনিট,
১১ চৈত্র ১৪২৬, ২৯ রজব ১৪৪১ হিজরী, ২৫ মার্চ ২০২০ ইং, ঢাকা ।