সকাল বেলার পাখি
দিনের শুরুতে তোমায় ডাকি ।
সময় হচ্ছে স্কুলে যাবার
টিফিনের ফাঁকে কানামাছি খেলার ।
দুপুরের রোদে পুড়ে হৈ হুল্লোড়
ধীরে ধীরে উড়িয়ে পরে রুপালি রোদ্দুর ।
তোমার সাথে চলব বহু দূর
ঝাড়ি দিব চলার পথে পড়তে যত বোড়ে ।
বিকেল সোনালী আলোয় মুক্ত আকাশ
বয়ে চলে হিমেল দক্ষিণা বাতাস ।
হৃদয়ের ভেতর অপরূপ অনুভূতি দোলা দিয়ে যায়
সুন্দর স্বপ্নের জগতে মন হারায় ।