স্তব্ধ জনপদ নিরাপত্তার ভয়ে আতঙ্কিত
সবুজ শ্যামল বাংলা নীতির প্রশ্নে বিভক্ত ।
মাতৃভূমিকে ভালবাসি বুকে লালিত
জন্ম ভূমির দায় মুক্তির কাজ হচ্ছে না পালিত ।
কথা দিয়ে গল্প সাজাতে মুন্সিয়ানা
মানুষের জীবন করে দিচ্ছে ফানা ফানা ।
কথার কথা বুঝতে পারে বাংলার কৃষক
এসব মিথ্যে কথার ডালি সাজানো নিছক ।
চোখের সামনে অন্যায় প্রতিকারের ভাষা নেই
ভাষা আছে তো প্রতিরোধের শক্তি নেই ।
বট বৃক্ষের ছায়াতলে দুর্নীতি খেলে কানামাছি
ভাবে না কেউ আমরা অচিনপুর যাত্রার কাছাকাছি ।
এ কি চলছে আমার সোনার বাংলায় ?
আইনের ফাঁক ফুকরে বদলে যায় রায় ।
আকাশের দিকে তাকিয়ে পরে দীর্ঘশ্বাস
অপরাধী পায় না সাজা, আস্থা হারায় বিশ্বাস ।
ছোট্ট শিশু খেলতে গিয়ে হারাচ্ছে অঙ্গ
বত্রিশ কোটি চোখ আর কত দেখবে এ নিকৃষ্ট রঙ্গ ।
তিলে তিলে সুখ করে দিচ্ছে নিঃশেষ
শেকড় রক্ষায় করবে কি চিত্তের উন্মেষ ?
দক্ষিন পাইকপাড়া, ২৩/১২/২০১৩ ইং,