মস্তকে দেশের ভাবনা এক্কেবারেই আসেনা ?
যাবে যেথায় জাগগে, কেউ কিছু ভাবে না,
প্রযুক্তির ছোঁয়ায় চাকচিক্যের বাহার
ধীরে ধীরে কমে যাচ্ছে একান্নবর্তী পরিবার।
চারিদিকের এত অঘটন মস্তিষ্কে ডুকে না
দেখেও অনেক কিছু না দেখার বাহানা।
নীতির ছায়া তলে দূর্ণীতির পাখনা
রাজত্ব করে যায় কতশত হায়েনা।
ওঝার তন্ত্রের মত যন্ত্রে গুনে অর্থ
নৈতিকতার স্খলনে জীবন হয় ব্যর্থ।
সাতে পাঁচে নয়, এমন ও হয় !
নামতা যারা কয় তাদের হাড়ে ক্ষয়।
অন্তর থেকে কেন দেশ ভক্তি আসে না ?
অপরের ভালটা কল্পনায়ও আনে না।
অন্যায়ে, অর্থের দন্ডে শক্তি বাড়ায়,
বাহারি ভাবনায় কষ্টরা সাতরায়।
নির্ভিক মননে উজ্জীবিত হলে জনতা
সমান্তরাল পথে চলে দাপ্তরিক ক্ষমতা ।
মস্তকে দেশের ভাবনা এক্কেবারেই আসেনা ?
অন্তর থেকে কেন দেশ ভক্তি আসে না ?
৩/৬/২০১৮ ইং, রবিবার রাত ২:৩০ মিনিট,
কল্যাণপুর, ঢাকা ।