এখনো ফুঁড়িয়ে যায়নি বেলা
করো নাকো আর অবহেলা ।  
পেছনে ফিরে একবার চাও
দু হাতে আঁকড়ে রাঙ্গিয়ে নাও ।

ভেঙ্গে ফেল ঐ রুদ্ধ দ্বার
বেলা যে বয়ে যায় পথ সাজাবার ।
আপন খেয়ালে মনের আড়ালে
নিজেকে না হয় আর হারালে ।

খিরকিতে দেখ দক্ষিণা আলো
জোছনার ধারা লাগবে ভালো ।
বান ডেকে আনবে সুখের পেয়ালে
ব্যত্যয়ে দেখবে জীবনে কি খোয়ালে ।

মায়ার বাঁধান ছিন্ন করে শূন্যে থাকা
ধরা তলে পথ চলা দায় একা একা ।
বুঝবে সেদিন মিলবে যেদিন চৈত্রের খড় তাপ
সময়ের স্রোতে মিলিয়ে যাবে দাম্ভিক প্রতাপ ।


১/০৬/২০১৭ ইংরেজি, ১১২২ মিনিট,
কল্যাণপুর, ঢাকা ।