প্রত্যূষের শুভ্রতায় পাখিদের কলরব
শুকরিয়া জানাতে পাখিদের ডাকে রব রব,
মনের আঙিনায় খেলে যায় সুখের উপলব্ধি
ইচ্ছে হয় উষার সাথে গড়ি সরল সন্ধি ।
দিবাকর পরিস্ফুটিত হয় অপরূপ শুভ্রতায়
রবির উষ্ণ কিরণ মধ্যাহ্নে তপ্ত প্রখরতা
শ্রমিকের নাজুক শরীরে নুনা জল ঝরায়
পবনের পরশে রাখাল তৃপ্তির আবহে হারায় ।
মেঠুপথের চারিধার উষ্ণ অভ্যর্থনায় ডাকে
সবুজের কুলে অবসন্ন কায়ার দৃষ্টি কর্মের ফাঁকে ।
বিশুদ্ধ বাতাসের নিঃশ্বাসে প্রফুল্লতায় ভরে মন
সজীবতায় ভরে উঠে কর্মচঞ্চল প্রতিটি ক্ষণ ।
শনিবার ১৪ জুলাই ২০১৮ ইং, ৩০ আষাঢ় ১৪২৫ , ২৯ শাওয়াল ১৪৩৯ ।
কল্যাণপুর, ঢাকা । রাত ১ ১১ মিনিট ।