যৌলুসে প্রাণবন্ত শীলা বৃষ্টি
ডাগর চোখে অনন্য সে দৃষ্টি,
কাল গর্ভে মিসে শূন্যে হারায়
ক্ষনিক স্মৃতি চিহ্ন রেখে যায় ।
গহীন অরণ্যে হারিয়ে পথের দিশা
লোকারন্যে চলে খোঁজ অমানিশা।
নিত্য চাকায় চেপে দেয় পারি
অন্তরীণের বৃথা চেষ্টায় আপন নাড়ী ।
ছুটে চলা পার্থিব জীবন তরীতে
অসম্ভব, আকাংখার লাগাম ধরিতে ।
মরীচিকার পেছনে দৃপ্ত পদে ছুটে
অলিক ঘানীতে কিছু না জুটে ।
১০/০৬/২০১৮ ইং,