অনাদিকাল হতে যাচ্ছে ব্যস্ত সময়  
সিস্টেমের পোস্টমর্টেম হবে বলে ।
প্রতিদিন কোন না কোন হাউজে হচ্ছে
বদলে যাচ্ছে তাদের গতি প্রকৃতি ।
কিন্তু আমার দেশে সেই ছায়া কোথায় ?
সূর্য উঠে ঐ ছায়ার সন্ধান খুঁজে পাইনা ।

সিস্টেমের পরিবর্তন হয় স্বার্থের শেকড়ে যেন ঘুণে না ধরে  
সময়ের টানে যেন হারিয়ে না যায় জমানো উচ্ছিষ্টাংশ ।
উদরপূর্তি করে ক্ষান্ত না হওয়া পেটুক  
ছুটে চলে বাড়তি অন্নের সন্ধানে ।
তাই সিস্টেমের কাঙ্ক্ষিত অস্ত্রোপচার হয়নি আদো  
যাতে করে মেরুদন্ড সুজা করে আবার সচল হতে পারে ।

কিছুকাল পূর্বে বৃষ্টিস্নাত শীতল আবহে
খানিক সময়ের জন্য চোখের সামনে স্বপ্ন ভাসছিল
স্বপ্নটাকে খুব কাছ থেকে অনুভব করেছি  
বাস্তবের ঢাকা নগরীতে যেখানে দুই কোটি লোকের বসবাস ।
স্বপ্নটা ভেঙ্গে গেলে অস্ত্রোপচার করা হবে না  
মেরুদন্ড সোজা হবে না কোমায় থাকতে হবে লাইফ সাপোর্টে ।

নিরব অবক্ষয় ২ কোটির ১২০ কোটি মিনিটের অপচয়  নিত্যদিন  
হালখাতায় বাড়ছে প্রতিনিয়ত দেশের ঋণ ।
দুর্বিসহ দুষ্ট চক্রের বেষ্টনীতে আবদ্ধ জনতা
চক্রের চাকার রক্ষণাবেক্ষন অতীব জরুরী সরিয়ে দ্বীনতা ।  
বদলাতে হবে ক্ষয়ে যাওয়া রাবার বেষ্টিত কালো চাকা
সিস্টেমের মাধ্যমে এগিয়ে যাবে, বদলে যাবে ঢাকা ।  

যোগাযোগের ক্ষেত্রে তৈরি হোক নব দিগন্ত
জনতার জন্য উন্মুক্ত হোক সকল সীমান্ত ।  
সুন্দর পরিবেশে বেড়ে উঠুক আগামী দিনের অনুজ
স্বার্থের জাল ছিন্ন করে ত্যাগী হোক দীপ্ত অগ্রজ ।  
সুশৃঙ্খল জীবনে ফিরোক আলোর পথের দিশা  
বর্ণিল আলোকচ্ছটায় মুখরিত হবে অমানিশা ।


৩ আগস্ট ২০১৮ ইং, ১৯ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, ২০ জিলকদ ১৪৩৯ হিজরি ।
রাত ২১ ১৫ মিনিট ।
কল্যাণপুর, ঢাকা ।