আকাশ আজ ঠাঁ ঠাঁ রোদে ভরপুর
উত্তপ্ত আলোতে ক্লান্ত দুপুর
শ্রাবণের আকাশে মেঘের আভাস
বদ্ধ পুকুরে সাঁতার কাটছে রাজহাঁস ।  

হঠাৎ করে নীল আকাশ মেঘে ঢেকে গেল
বৃষ্টির ধারায় নদীর পানি সাগরে গড়াল ।
রোদ আর বৃষ্টি সারাক্ষণ করে মাখামাখি
আকাশে মেঘ বৃষ্টির রঙ্গ লীলা দেখছে সখী ।

অপার সবুজের বুকে শ্রাবণের ঢল
বানের পানি করছে ছল ছল ।
শ্রাবণের ঢলে রাস্তায় ছিপ ছিপ কাদা
চলার পথে পায়ে জড়িয়ে চলছে দাদা ।

প্রকৃতির এই বিশাল ক্যানভাসে
বারে বারে শ্রাবণ ফিরে আসে ।
রেখে যায় তার চিরায়ত চিত্রের বার্তা
ভাদ্রের সাথে করে যৌবনে মিত্রতা ।


২৮/০৭/২০১৩ ইং,