তুমি আমার বৃন্তের ফুল
দুই নয়নের আলো,  
হৃদয় ছেড়া ধন, আগামীর সোপান  
ধরণী পাড়ে অতি আপন জন ।

তোমাকে সুখের আভা দিতে  
কখনো পেয়েছি তিরস্কারের পুরুষ্কার ।
লোকালয়ে ছুটেছি কর্মের সন্ধানে  
আপোষ করিনি তোমার সুখের সঙ্গে ।  

প্রচন্ড রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে
কনকনে ঠান্ডায় থামেনি পথ চলা ।
সমস্ত ক্লান্তি আমার দূর হয়েছে
তোমার ঐ চাঁদ মুখের  হাসিতে ।

নশ্বর পৃথিবীতে সব কিছুই ভঙ্গুর
সম্পর্ক বাঁচে কাল পুরুষতক ।
তোমার ঐ কোমল হাতের পরশে
সুখ খুঁজেছি আপন স্বর্গে ।

একদিন তুমি বুঝবে অনুভবে খুঁজবে
আমার সহচার্য, কিন্তু যুগপৎ রেখা
সূর্যের আলোতে দেবা না দেখা,
বিবর্তনের আবর্তে গহীনের পথে একা ।

ধমনিতে যেন আসক্তি ঠায় না পায়  
অন্তরের সুখ যেন দূরে না যায় ।
দেশের কল্যাণে করো কাজ  
সৎ পথের ঘানি টেনো করো না লাজ ।  


শুক্রবার ১৩ জুলাই ২০১৮ ইং,  ২৯ আষাড় ১৪২৫, ২৮ শাওয়াল ১৪৩৯, রাত ১ ৩৫ মিনিট ।
কল্যাণপুর, ঢাকা ।