বিদগ্ধ বৈভবে বিমোহিত কায়া
রথিত রঞ্জনে রহিত মায়া,
দিগন্ত পারের গোধূলি আলোয়  
রঙ্গিন বর্ণ হারায় রাতের কালোয় ।      

পতঙ্গের দৃষ্টি নন্দিত নায়ে
পবনের সান্নিধ্যে যাবে বেয়ে,  
দূর করে অতীত পথের সারথি  
সাঙ্গ করে আপন রঙ্গায়িত তিথি ।  
  
বৃষ্টি, ঝঞ্ঝার দাপটে কপটের শব্দ
টিনের চালা ভেদে গেরস্ত জব্দ,
নিষ্ঠুর নিয়তি মানে না মিনতি
উন্মেষ ছেদনে ছন্দের ইতি ।  


০১/০৯/২০১৯ ইংরেজি ।  
কল্যাণপুর, ঢাকা ।