নেই কোন জাত পাত  
খায় শুধু দুধ ভাত ।  
পেন্সিলে নরম হাত  
খাতায় করে রেখাপাত ।

লম্ফ জম্ফে যায় বেলা
ঘরের মাঝে অ্যাকেলা ।
বন্ধ হয়েছে বাহিরে খেলা,
বই খাতা টেবিলে তোলা ।

কাটছে প্রহর, হচ্ছে বেশ  
পড়তে বসলে ঘুমের রেশ ।
মোবাইল টিপে কার্টুন দেখে
গল্পে গল্পে সোনামণি শিখে ।

ছড়ায় ছড়ায় হচ্ছে পড়া
পঙ্কিলতায় বাড়ছে ওরা ।
অনলাইনে চলছে শিক্ষা
দুর্বল নেটে ভাঙ্গা দীক্ষা ।


১৯ জুন ২০২০ ইং, ৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ,
২৬ শাওয়াল ১৪৪১ হিজরী, ভালুম,ধামরাই,ঢাকা ।