তোমার চোখে দেখছি আমার সর্বনাশ
ভাবনায় বেড়ে যাচ্ছে বুকের দীর্ঘশ্বাস ।
এমন কোমলতায় এমন মোহময়তায়
হরণ করেছ মন রূপের মাধুর্যতায় ।
মায়াময় চাহনি নরম স্পর্শে
ঘুম নিয়েছ কেড়ে নব হরষে ।
ধ্বমনিতে বাজে মিষ্টি মধুর বাণী
হবে কি তুমি এ হৃদয়ের রানী ?
বাসবো ভালো জ্বালবো আলো হিয়া তরে
গড়ব বাসর প্রেমের সাগর নিত্য অবসরে ।
বিন্দু বিন্দু প্রশান্তিতে ভরবে আবেগী কায়া
ও বাহুডোরে বিলিন হব, রেখে যাব পদ ছায়া ।
৩০/০৫/২০১৭ ইংরেজি, ১১:২৭ মিনিট ।
কল্যাণপুর, ঢাকা ।