হাজারো কাজের ভেতর  
আপন স্বার্থের মায়ায় জড়িয়ে  
আবেগ আর আশার পূর্ণতার চেষ্টায়
অবিরত বয়ে যায় সময় ।  

সময়ের হাত ধরে আসা বাস্তবতা
নির্মম সত্য বলে যায়,
প্রত্যেকে একে অপরের জালে জিম্মি
সুপ্ত স্বপ্নের সন্ধানে ।

লোকালয়ের ভিড়ে আপন নীড়ে
সুখ পাখির খাঁচার মাঝেও
প্রাপ্তির তৃপ্ত হাসিতে চোখে পড়ে
বিষন্নতায় ভারাক্রান্ত মুখাবয়ব ।

প্রাপ্ত অর্থ পাণ্ডিত্য যস  
কালের গহীনে বিলিন হয়ে যায়
মরু ভূমিতে সূর্যের আলোর ন্যায়  
বাস্তবে রয় শুধু, শূন্য মরীচিকা…………।      


রাতঃ ০৩:১০ মিনিট,
২৩/০৩/২০১৫ ইংরেজি, কল্যাণপুর, ঢাকা ।