ছিলে থাকবে মনের কড়া নাড়বে
হৃদয়ের ক্যানভাসে সাদা কালো বিচ্ছুরণে
পরা ঘাতে শূন্যে ক্ষতে, দেখবে না কেউ,
পদ্য গদ্যে সাথী হয়ে রবে পাশে ।
মনের আঙিনায় লুকোচুরি খেলবে
স্মৃতি নিয়ে যাবে অতীত কুটিরে
পায়রারা উড়ে বেড়াত যেথায়
অবারিত প্রশান্তির কুসুম কাননে ।
ছিল সুখ ছিল আহ্লাদ দুরন্ত প্রেমের নদী
দুই ধারে সোনালি ফসলের সারি ।
গোধূলিতে হারাত মম হিয়া
কালান্তরে হারিয়ে গেছে প্রিয়া ।
গ্লোকোমা ভিজে অন্তর জলে
পথ হারা পাল চলে সুদূরে ।
নিঃস্বেষিত হয় জীবন রস
মন আসে না বশে ধরা পাতে ।
০২/১২/২০১৬ ইংরেজি ।
রাত ৮: ৩৪ মিনিট ।