শূন্যে সাঁতরিয়ে শৈশব খুঁজি
বেলা গড়িয়ে এবার সন্ধ্যা হল বুঝি।
রাতের অপেক্ষায় আরো কিছু ক্ষণ
ঝরবে অঝোর ধারায় প্রবল বর্ষণ।
সৃষ্টিকর্তার খেয়াল বহে কি আপন ধমনীতে ?
শেষ জয় ধ্বনি ধ্বনিবে কি কলবের আলোতে ?
প্রাপ্তির পাতায় শূন্যরা করে বিচরণ
স্বার্থের টানে বদলে যায় পরিচিতের আচরণ।
মানিয়ে নিয়ে সব কিছু মায়ার বন্ধনে
নিয়তির নায়ে চেপে একান্ত আলাপনে ।
প্রিয় জনের সুখের তরে সাঙ্গ দুঃখের তরী
পাপ পূণ্যের বিচারে কোন পাল্লা হবে ভারি?
রাত ১০টা ১০ মিনিট,
২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ইংরেজি, ঢাকা।