গ্রামের মোড়ল অন্যায় করলেও কিছু বলা যায় না ,
মোড়লের চ্যালাদের ভয়ে, তাই কষ্ট গুলি সয়ে গেছে ।
অমুক সাহেব অন্যের যায়গা নিজের বানিয়েছে
কিচ্ছু বলা যাবে না জীবনের ভয়ে, তাই চাঁপা কষ্ট গুলি সয়ে গেছে ।
গুরুজন অবিচার করলে ও কিছু বলা যাবে না
ভবিষ্যতের তের টা বাজাতে পারে, তাই কষ্ট সয়ে গেছে ।
চেহারা দেখে, বাপের পরিচয়ে খেলোয়াড় নির্বাচন, কিছুই বলা যায় না
জাতীয় স্বার্থ দীনতার জালে বন্দি, তাই সয়ে গেছে ।
ইউনিফর্ম পরা ভদ্রলোক দের অসদাচরণে ও কিছু বলা যাবে না
কিসের মধ্যে প্যাঁচাবে যে ছেঁড়েদেমা কেঁদে বাঁচি অবস্থা হবে, তাই সয়ে গেছে ।
ঊর্ধ্বতনের অন্যায় আবদারের বিষয়ে কিছু বলা যাবে না
জীবিকার তাগিদে মুখ বুঝে থাকতে হয়, সয়ে গেছে ।
সমাজের তথা রাষ্ট্রীয় কাজে নয় ছয় দেখলে ও কিছু বলা যাবে না
সবার মাঝে এমন অবস্থা যে, কেউ বলে না ,আমি বলে বিপদে পড়ব নাকি, সয়ে গেছে ।
কৃষক শস্য ফলায় ন্যায্য দাম পায় না,
তবু পরের বছর আবার শষ্য ফলায়, সয়ে গেছে ।
ভোগ্যপণ্যের দামে নাই লাগাম, উচ্চ মূল্যে ও কিছু বলা যায় না
পদে পদে জনে জনে হয় কারবার, নেই কোন প্রতিকার, সয়ে গেছে ।
শহরের বাস ভাড়া চলে খেয়াল খুশিতে, কিছু বলা যায় না
নিত্য দিন চলে বাসে ঝগড়া, সয়ে গেছে ।
স্বর্ণ হয়ে যায় তামা, অর্থ হয়ে যায় লুট কিছু বলা যায় না
অন্ধকারে নদী বয়ে চলে, সয়ে গেছে ।
হাজার হাজার কোটি টাকা হচ্ছে পাচার, পাচারকারীর নাম বের করা যাবে না
ডালপালা ভেংগে যাবে কিন্তু শেকড় উপড়ানো যাবে না, তাই সয়ে গেছে ।
নেতার নীতিহীন কর্মে ও থাকে অবিচল, বাড়িয়ে চলে দুষ্টের মনোবল কিছু বলা যায় না
পরিপক্বতার চেয়ারে অপাত্রের রাজত্ব, সয়ে গেছে ।
তেলের তেলেসমাতি তে চাটুকারের ডিগবাজি, কিছু বলা যায় না
মননে ও মানের দেয়ালে পিষ্ট, তবু সয়ে গেছে ।
খাদ্যের মধ্যে ভ্যাজাল সকলেই অবগত, প্রতিকার হয় না
এ যেন, রাষ্ট্র যন্ত্রের নীরব আত্মসমর্পণ, তাই সব কিছু সয়ে গেছে ।
১৩ আগস্ট, ২০২২ ইং,
টোলারবাগ, ঢাকা ।