জোনাক উড়ে আসে দৃষ্টি সীমানায়
মিটি মিটি জ্বলে অন্ধকারে হারায় ।
রজনীতে চাঁদনী রূপ জমিনে ঝরে
আকর্ষণে মায়াবী মন নেয় কেড়ে ।
সময় হল পূর্ণিমা পাড়ি দেবার
নিশির সাথে লগ্ন কাটাবার ।
উত্তাপের চাপে ঝড়বে লবন পানি
উষাতে মুছে যাবে অবসাদের গ্লানি ।
কাননে ক্লান্ত মালী চর্চায় ব্যস্ত
নতুন কলির সন্ধানে সিদ্ধহস্ত ।
প্রকৃতির অপার নিয়মে জাগে মায়া
মনের জমিনে পড়ে মনোহরীর ছায়া ।
১৮/১১/২০১৭ ইংরেজি, ঢাকা ।