কষ্টের তীব্রতায় অন্তরের দহন
স্বপ্নচারী নিয়ে গেছে সুখের বাহন ।
উজ্জ্বলতা হারিয়েছে গোলাপের বাগান
অন্ধকারে খুঁজে বেড়াই আলোর সন্ধান ।
থোকা থোকা কাশফুলের মত
মনের মাঝে দুঃখ আছে যত
হাওয়ার যদি যেত উড়ে
জীবনের মোড় যেত ঘোরে ।
তুমি তুমি করে পোড়ত না অন্তর
সুখের সন্ধানে চলে যেতাম তেপান্তর ।
জ্বালিয়ে গেলে সবুজ ফসলি ভূমি
হৃদয়ের পড়তে পড়তে শুধুই তুমি ।
০৩/১২/২০১৬ ইংরেজি ।
রাতঃ ১০:৩৬ মিনিট ।