আমি আজ হারিয়ে যাব বাঁধন ভাঙ্গা সুখে
কষ্টের দিনে হাসি ফুটাব তোমাদের মুখে ।
কর্ম যে আমার তোমাদের তরে
প্রভাত বায়ুতে প্রাণ জুড়ে ।
যেথায় ঘোরে ঘোরে হব ক্লান্ত
তোমাদের কাছে দাবি, কথা বলবে শান্ত
ভালোবাসার পরশ দিও মুচকি হাসি হেসে
লাল গোলাপ দিও ভালোবাসার কাছে ।