তোমার হাত দুটি ধরে গ্রামের মেঠো পথ ধরে হাঁটব
দূর্বা ঘাসের ঘন কুয়াশার স্পর্শে দিগন্ত পাড়ি দিব, সঙ্গী হবে ?
তোমার হাত দুটি ধরে পাহাড়ি উপত্যকায় হেঁটে বেড়াব
সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝে সাঁতার কাটব, সঙ্গী হবে ?
তোমার হাত দুটি ধরে গহীন অরণ্যে সবুজের সান্নিধ্যে যাব
আবার শান্ত নদীতে পালতোলা নৌকায় ভেসে বেড়াব, সঙ্গী হবে ?
তোমার হাত দুটি ধরে স্বপ্নিল পাখায় চড়ে উড়ে বেড়াব
ইচ্ছে ডানায় ভর করে নয়নাভিরাম দৃশ্য দেখে চোখ জোড়াব, সঙ্গী হবে ?
তোমায় নিয়ে কাশফুলের অভয়ারণ্যে প্রজাপতির সাথী হব
হাওর এর শান্ত জলে পদ্যের সাথে সখ্যতা করব ।
তোমার হাত দুটি ধরে দীর্ঘ পথের সন্ধানে ছুটে বেড়াব
নতুন দিনের সোনালী ভোরের অপেক্ষায়, উজ্জ্বল রোদেলা দুপুরের অপেক্ষায়
স্নিগ্ধ বিকেলের প্রত্যাশায়, গোধূলি বেলার স্বর্ণালী সন্ধ্যার প্রত্যাশায়,
হাজারো নক্ষত্রের মেলায় একটি চাঁদনী রাতের অপেক্ষায় ,
বর্ষা দিনে ছাতা মাথায় দুজনে কাঁদা মাখা পথে হেঁটে যাব
আর একটি ঝকঝকে উজ্জ্বল দিনের প্রত্যাশায়, সঙ্গী হবে ?
৩০/১০/২০১৯ ইং, ১২:২১ মিনিট,
হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর,
বুধ বার, ঢাকা ।