দিন রাত্রির খেলা
গড়িয়ে যায় বেলা,
ভাটিতে মাঝির নাও
উজানে মজুরের গাঁও ।
সোনালি ধানের হাঁসি
কৃষকের স্বপ্ন রাশি রাশি,
দাম তেমন কৈ বাজারে
কৃষাণী কষ্টে মরে আহারে !
ফৈরারা করে অর্থের ফন্দি
আমজনতা ওদের জালে বন্দি ।
হাতিয়ে নিয়ে টাকা
ভিনদেশে দেয় গা ঢাকা ।
বিত্তে খুঁজে স্বস্তি
অনাহারে কাঁদে বস্তি,
সরকারী চাল ডাল
চেয়ারম্যান চোরার মাল ?
গণ ভবনে করে আনাগোনা
পরিচয়ে স্বার্থের ছানাপোনা,
গড়লে গড়ছে বাসা
হৃদ্য মানবতা কোণঠাসা ।
১৫ এপ্রিল ২০২০ ইং, ২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ
দুপুর ২ টা ২৭ মিনিট, ঢাকা ।