স্বাধিকারের স্বাদ পেয়েছে জন্মভূমি
কির্তীগাঁথা অতীতে সমুজ্জ্বল তুমি ।
বুঝেছিলে বিনা যুদ্ধে হবে না স্বদেশের মুক্তি
৭ই মার্চের ভাষণ স্বাধিকারের শানিত শক্তি ।
মায়াভরা কণ্ঠের বলিষ্ঠ বাণী উত্তাল সমীরণে
অস্ত্র হয়ে কাজে লেগেছে যুদ্ধের ময়দানে ।
শক্তি হয়ে মুক্তিকামী জনতার অন্তরে
বিচরণ করেছ সবুজ বাংলার প্রান্তরে ।
জীবন যৌবন দিয়েছ জনতার জন্য
চৌকশ নেতৃত্বে দেশ বিদেশ বরেণ্য ।
বীর বাঙ্গালী এগিয়ে চলে পৃথিবী তাকিয়ে রয়
মরণ যাদের কাছে তুচ্ছ, হবেই তাদের জয় ।
ভবের হাঁটে মায়ার বাঁধনে বেঁধেছ
বুক ভরা ভালোবাসায় কাছে টেনেছ ।
দূরে থেকেও মানুষ ভেবেছে আপন
তোমার স্বপ্নেই তারা দেখেছে স্বপন ।
স্বাধীনতার জন্য তাজা প্রাণের বিসর্জন
অনেক ত্যাগে এসেছে কাঙ্খিত অর্জন ।
জেলে বসে, মৃত্যু কে আলিঙ্গন দেশের তরে
অশ্রুসিক্ত তুমি, বীর দর্পে এলে আপন ঘরে ।
অজাতশত্রু, স্বদেশী হল কাল স্বার্থের বলিদানে
১৫ই আগস্ট নিভে গেল দ্যুতি, বিষন্নতার উপাখ্যানে ।
ক্ষমা করো, দিতে পারিনি তোমায় প্রাপ্য সম্মান
আমরা যারা দেশ দরদী, তাদের মাঝে তুমি রবে অম্লান ।
বুধ বার, ১২ আগস্ট ২০২০ ইং, ১০টা ৬ মিনিট, টোলারবাগ, মিরপুর, ঢাকা, বাংলাদেশ ।