আফ্রিকার তৃণ আচ্ছাদিত বনের ভেতর
হিংস্র জন্তুর থাবার চিন্তায় মানুষ কাতর ।
ওদের বোধ অন্ন যোগার করা
শান্তির আশ্রয়ে সাজাবে ধরা ।
সময়ের নায়ে সভ্য জাতি কুলের চিন্তার ফসল
অনেকের ধারাবাহিক কর্মে হয়েছে সফল ।
কজন পেয়েছে স্বীকৃতি জীবের জগতে ?
নিভৃতে মিশে গেছে আবহ কালের ব্যাপ্তিতে ।
বোধের উৎপত্তির অন্তরালে হয়েছে সমাপ্তি
জীবের কর্মে থেকে যায় দৃশ্যত অদৃশ্য ঘাটতি ।
বুঝিবার ক্ষমতা আছে যার সেই অনুধাবন করে
সময়ের কালগর্ভে উন্নীত হতে ক্ষ্যাতির শিখরে ।
আপন জগতে চলে ন্যায্য অন্যায্যের মায়াজাল
অর্থের পাহাড় গড়তে হবে নেই শেকড়ের খেয়াল ।
বিবেকের বোধের বিফলে অন্যায় আসে ধেয়ে
আগ্রাসী মননে ওরা অন্ধকার দেয় ছেয়ে ।
আলো যায় দূরে হারিয়ে সরু পথে
অন্ধকার দূরীভূত হয় আবার বোধের ই সাথে ।
একবিংশ শতাব্দী মানবিকতার অবক্ষয়
যেখানে প্রযুক্তি আভিজাত্যের নব নব জয় ।
মুক্ত ধারা মুক্ত মননের সাদা মনের মানুষ
নিষ্পেষিত দ্বারে দ্বারে কর্তার আসে না হুঁশ ।
বোধের অব্যক্ত কথা জমে থাকে নিউরনে
শক্তির দাপটে পিছু ছুটে নির্বোধ সংগোপনে ।
রাখেনা খেয়াল গড়ে তুলে অদৃশ্য দেয়াল
দাপটের অবক্ষয়ে যার পরিণতি বেহাল ।
বোধের উদয় হোক, জেগে উঠুক ঐ অন্তর
শান্তির বার্তায় সাজুক সুশীতলের তেপান্তর ।
বিজ্ঞ মস্তিষ্কে বোধের এক একটি কোয়া,
বর্তমান যুগে এক একটি বিলাসী ছোঁয়া ।
শ্রমের ঘানী লাঘবে উদ্ভাবিত যন্ত্রের নিয়োগে
সে যন্ত্রেই ধ্বংস আনে বোধের বিয়োগে ।
বিনাশের নেশায় পাষাণ কুকুর ছানা
ভদ্রতার আবেশে শয়তানের পোনা,
ঠুকরে খাচ্ছে ন্যায় নীতির বোধ
সুশীল হৃদয়ে পুঞ্জীভূত ক্রোধ ।
প্রকাশের ভাষা ফুটিবে যেদিন
দিতে হবে এহেন কর্মের ঋণ ।
কালে কালে ভিন্ন পরিবেশে
নিয়তি হিসাব নিয়েছে কষে ।
অপেক্ষার আক্ষেপ শুধু নির্বিকারে
মুক্তির বার্তা আসবে চলমান ঘরে ।
সেদিনও ফুটিবে গোলাপ কাননে
ভরিবে চারিদিক সুরভি সুঘ্রাণে ।
ধ্বংসে মত্ত চিত্তে যেন নিঃশ্বাস না থামে
মনে রেখ সকল আয়েশ কিন্তু মজুরের ঘামে ।
বোধকে জাগিয়ে কবে হবে মঙ্গলে কাজ ?
মানবের ক্ষতিতে যেন অন্তরে লাগে লাজ ।
কল্যাণপুর, ঢাকা ।
৫/১২/২০১৭ ইংরেজি ।