প্রবাহমান সময়ের স্রোতে
ঘটে যাওয়া কিছু বর্তমান
হৃদয়ের গহীনে বন্দি থাকে
অলিক লিখনের অনন্ত গহ্বরে ।
সম্পর্কের ছেদন বিন্দুতে
তিলক পড়ে অধরা প্রত্যাশায় ।
গতি পথ পাল্টে তবু ফুটে ফুল
সজীবতায় সাজে সবুজ যৌবন ।
পড়ন্ত বিকেলের রূপালী কিরণ
দিয়ে যায় সায়াহ্নের বার্তা ।
নিরস শরীরে অসার অতীত
বয়ে বেড়ায় চঞ্চল অনুভূতি ।
পাকা আমের ঝরে পড়ার শব্দ
অবচেতন মনে নাড়া দিয়ে যায় ।
কালের আবর্তে জীবন সংগ্রাম
নিঃশব্দে থেমে যায় নিরবতায় ।
২২/১১/২০১৬ ইংরেজি ।