নীতির নায়ে নৈরাজ্য নিপতিত
অর্বাচীন অর্থের আধিক্যে অন্ধ ।
মানব মোহে মূর্ছনার মায়াজাল
হেমন্তের হাওয়ায় হারানো হিয়া,
দিবাকর দাঁড়িয়ে দূর দিগন্তে
শ্যাম সুন্দর সাগরের সীমান্ত ।
কুসুম কলির কাননে কোকিল
শান্ত সরোবরে শ্যামলিমা সামিল ।
৯/১২/২০১৯ ইং,