অর্থ বিত্তে মন কি মাপা যায় ?
ভালোবাসার মাঝে কেন এত অন্তরায় ?
স্রোতের বিপরীতে দাঁড় বায়
শান্ত জীবন অশান্তিতে ভরায় ।
তিলে তিলে তৈরি ভালবাসা
কাঁটার আঘাতে হারায় সখী ভাষা,
কাতর কন্ঠে কয়
আর যাতনা না সয় ।
ভালবাসা করিয়া বিমুখ
টাকায় যায় না কেনা সুখ ।
বুঝেও বুঝেনা আট পৌড়ে নানা
এসব নাকি তার অনেক আছে জানা ।
নাতিরে নানা কয় ভুলে যা ভাই
মেনে নে আমি যাহা চাই,
সুখ শান্তি সবই পাবি
সঙ্গে দিব বাংলোর চাবি ।
অঢেল পাবি সহায় সম্পদ
প্রতিদানে, ঝেড়ে ফেলেদে মোহের আপদ ।
ও সব কিছু তোমারই থাক চাই না অর্থ বিত্ত
প্রতিদানে, ভালোবাসায় ভরাতে দাও আমার চিত্ত ।
১৪/০৭/২০১৩ ইং,
কল্যাণপুর, ঢাকা ।