নিউরন নিঃসৃত অণুতে সাজানো
শব্দের কথামালায় গচ্ছিত কাব্যকে
তোমার নিজের করে নিতে পার না,
দায়বদ্ধতার জায়গায় তুমি আবদ্ধ ।
চলার পথে কখনো কখনো দৃষ্টি গোচর হয়
সুন্দর করে লিখা প্রবেশাধিকার সংরক্ষিত
তেমনি নিউরন নিঃসৃত শব্দগুলি সংরক্ষিত
যেখানে অবাধ বিচরণ শুধু শব্দ চাষীর ।
যার কষ্টের উৎপাদনে ক্ষুধা নিবারণ হয় না
অন্তরের তৃষ্ণায় সুপেয় জলের আধার ।
যেখানে বৃষ্টির পানিতে মৃত্তিকা ভেঁজে না
শুষ্ক চৌচির মন ভিজে আপন খেয়ালে ।
আগন্তুক পথের সন্ধানে পায় নির্দেশনা
থমকে যাওয়া চলার পথের অনুপ্রেরণা ।
মিলিয়ে নেয় চারপাশের পরা বাস্তবতাকে
উদ্যমে শক্ত করে ধরে গন্তব্যের লাগাম ।
প্রতিটা শব্দের বুনিয়াদে মস্তিষ্কের ক্ষয়ে
শাণিত হয়, তেমনি নষ্ট হয় উর্বরাতা ।
এতো সাধনার কথামালা ইচ্ছে হলেই
তোমার নিজের গলায় পড়তে পার না ।
মনুষত্ব্যবোধ অন্তরে ধারন করলে
ন্যায়ের নাওয়ের যাত্রী হলে পরে
নীতির বিপরিতে মিলবে প্রসস্ত দেয়াল
প্রত্যাশা, ঐ পথ ছেড়ে রেখ আপন খেয়াল ।
১০/০৬/২০১৮ ইং, ব্যপ্তিকাল বিশ মিনিট ।