সবুজে সবুজে দিলাম তোমার অঙ্গ জড়িয়ে  
ভালোবেসে পারবে কি ধরতে হাতটি বাড়িয়ে ?  
জানালার কপাট খুলে দেখ নীল আকাশ
স্বাধীন ভাবে মেঘ বালিকা করছে বসবাস ।

রংধনুর সাত রঙে ভারি আসমান  
নীলের বুকে এঁকে দিচ্ছে রাঙ্গা অভিমান ।
গোধূলি আভায় সোনালি মেঘের ভেলা
অবলোকনে শান্তিতে জুড়ায় মনের  জ্বালা ।    

সবুজের অবগাহনে কুসুম কুসুম ভালোবাসা  
মেঘ রোদ্দুরের মাঝেও সঞ্চিত রাখে আশা ।
মন পবনে উড়ে বেড়ায় রঙের ফানুস
প্রকৃতির রূপে ব্যাকুল মানুষ ।  


কল্যাণপুর, ঢাকা ।  
২৮ মে ২০১৪ ইংরেজি,
রাতঃ ০২: ২০ মিনিট ।