প্রকৃতির সান্নিধ্যে যেয়ে দেখ
রঙ্গের বিচ্ছুরণে আলিঙ্গন করে নিবে ।
ভারি মন নিয়ে একটু দাঁড়াও
মৃদু বাতাসে সমস্ত শরীরে হাত বুলিয়ে দিবে ।
প্রকৃতির সাথে অতিবাহিত কর কিছুক্ষণ
প্রশান্তিতে জুড়িয়ে যাবে ব্যথিত মন ।
অনেক আধার পাবে তুমি প্রকৃতির মাঝে
ললনার খোঁপা দেখ নানান ফুলে সাজে ।
ইচ্ছেমত কুড়িয়ে নাও কাঙ্ক্ষিত রতন
প্রতিরোধ করিতে কেউ দিবে না বচন ।
প্রকৃতির সাথে প্রেম করে দেখ
সব কিছু ভাললাগায়, ভালোবাসায় রূপান্তরিত হবে ।
বর্ষায় কাঁদবে, বসন্তে হাসবে
গ্রীষ্মের তাপে ফেটে হবে চৌচির ।
নবান্নে করিবে খেলা
চারপাশে দেখবে ঋতু বসন্তের মেলা ।