ক্ষমতার বলয়ে করে তীর্থ যাত্রা
জুলুমে যোগ করছে ভিন্ন মাত্রা ।
আর্ত চিৎকারে কাঁদে না ওদের বুক
গোলা বারুদের গন্ধে নিভৃত ভূলোক ।
মানুষ মারার যন্ত্র তৈরিতে নিত্য মগ্ন
লাগাম টানে প্রতাপের, লগ্ন না হয় ভগ্ন !
স্বার্থের নায়ে শক্তির দাপট উন্মত্ত
দুর্বলের উপর কশাঘাত সবল প্রদত্ত ।
বিধাতার বিধান লঙ্ঘনে মত্ত বৈরী সত্ত্বা
আধিপত্যের হিংসায় দিকভ্রান্ত মানবতা ।
প্রকৃতি তৈরি করে নিচ্ছে তার গতিপথ
জীবন বাঁচাতে অন্তরীণ তস্কর সাধুর দ্বৈরথ ।
সময় সকাল ১০টা ১০ মিনিট,
১১ চৈত্র ১৪২৬, ২৯ রজব ১৪৪১ হিজরী, ২৫ মার্চ ২০২০ ইং, ঢাকা ।