পৃথিবী অবাক তাকিয়ে রয়
মানুষের মাঝে মনুষ্যত্বের বিপর্যয় ।
এ দিক সে দিক পথহারা শিশু কাঁদে
ক্রন্দনরত পিতা শিশুর লাশ নেয় কাঁধে ।

বুক ফাটা কান্নায় আকাশ ভারি হয়
জ্ঞানপাপীদের জুলুমের মালা গাথা রয় ।  
বিজ্ঞানের উৎকর্ষে পরিবেশের করে ক্ষতি
ধীরে ধীরে নষ্ট হয় পরিবেশের গতি ।

কার্বন মিথেন ইথেনে বায়ু মন্ডল দূষিত
আধুনিকতার ছোঁয়ায় মানুষের মন কলুষিত ।
পরিবেশের কান্না কর্ণকুহরে দেয় না সাড়া
আপন পদ্ধতিতে তাই প্রকৃতি দেয় নাড়া ।

ফিলিস্তিন কাঁদে সিরিয়া কাঁদে কাঁদে মুসলিম বিশ্ব
কূটনৈতিক প্যাঁচে ওরা মুসলিমদের-ই বানায় শিষ্য ।  
আর কত সইবে ধরা অন্যায় অবিচার
অতি ক্ষুদ্র কণা করছে তার-ই বিচার ।

অর্থ বিত্ত নিছক পড়ে রয় এ যে স্নায়ুবিক যুদ্ধ  
জীবনের ভয়ে আজ গতিশীল বিশ্ব অবরুদ্ধ ।
নিহিত আছে শিক্ষা, মাঙ্গ ভিক্ষা প্রভুর তরে  
কৃপা পেলে তবে আলোক বাতি আসবে ঘরে ।  


সময় ভোর ৬টা ৩০ মিনিট,
১১ চৈত্র ১৪২৬, ২৯ রজব ১৪৪১ হিজরী, ২৫ মার্চ ২০২০ ইং, ঢাকা ।