রূপের মাদুলতায় তোমার সান্নিধ্যে
প্রেমের সাগরে জোয়ার এসেছে,
উত্তাল ঢেউয়ে দুলছে ভালোবাসা
কূলে নোঙর করছে প্রমোদ তরী ।
শিহরিত হচ্ছে আবেগী কায়া
মোহময়তায় প্লাবিত ইন্দ্রেয়
সোনালি সকালে রোদেলা দুপুরে
গোধূলি লগ্নের স্নিগ্ধ আলোয়।
প্রেম নেমেছে স্বর্গের সিঁড়ি বেয়ে
জোছনা রাতে ঝরবে নুনা জল,
সাঁঝ প্রভাতে পদ্ম পুকুরে জল টলমল
হৃদয় স্পন্দন ধীর লয়ে প্রশান্তির দ্বারে ।
তোমার পরশে নব হরষে
ফুলে ফুলে নন্দিত কানন ।
প্রেমের সাগরে জোয়ার এসেছে
তরী ভাসবে উত্তাল ঢেউয়ের বুকে ।
০৭/০২/২০১৭
ইংরেজি রাত ১টা ১২ মিনিট ।
কল্যাণপুর । ঢাকা ।